ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি ::
‘জঙ্গিবাদ ও সন্ত্রাস তারাই করে যাদের মাঝে নৈতিক মানবতাবোধ নেই। তারা ধর্মান্ধ হয়ে বিনাশী কার্যক্রম চালাচ্ছে। শান্তিপূর্ণ সমাজকে আজ অশান্ত করে তুলছে কতিপয় জঙ্গি নামক হায়েনারা। ওরা দেশ ও জাতির জন্য অভিশাপ। সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব সন্ত্রাস ও জঙ্গিবাদকে রুখতে হবে’।
মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার- ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন উপরোক্ত কথাগুলো বলেন। আজ ৬ আগষ্ট শনিবার সকাল ১১টায় মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশ ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আজিজুর রহমান, পৌরমেয়র মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) খাইরুল আলম, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. ফিরোজ ও মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ। শোকের মাস আগষ্ট। তাই, আলোচনা সভায় বঙ্গবন্ধুর প্রতি দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। জঙ্গিবাদ বিরোধী প্রতিবাদ সমাবেশে মাদ্রাসার সকল ছাত্র, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *