সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার শীতলডাঙ্গা গ্রামের সাইদুর রহমান (৫০) ওরফে মেকার সাইদুর নামের এক ব্যক্তি রহস্য জনক ভাবে নিখোঁজ হয়েছে।
পরিবার সুত্রে জানা গেছে, সাইদুর রহমান মেকার গত ৬ জুলাই বুধবার বিকেল ৫টার দিকে পতœীতলা উপজেলার দিবর ইউনিয়নের বাঁকরইল বাজারে একটি শ্যালোইঞ্জিন মেরামত কাজ শেষে নিজ বাড়ির উদ্যেশে রওনা হয়ে আর ফিরে আসেনি। ঘটনার পর থেকে তার ০১৭৩৫৫১৪৩৭০ নম্বারের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। সাইদুর রহমানের রহস্য জনক নিখোঁজের ঘটনায় এলাকায় ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। নিখোঁজ সাইদুর রহমানের বড় ছেলে রহমত আলী জানান নিখোঁজের সময় তাঁর পিতার পরনে কালো হাফ হাতা সার্ট ও সাদা চেক লুঙ্গী ছিল,গায়ের রং ফর্সা,মুখে খোঁচা খোঁচা দাড়ি ও মাথায় টাক ছিল। এ বিষয়ে গত ৮জুলাই পতœীতলা থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। যদি কোন হৃদয়বান ব্যক্তি নিখোঁজ সাইদুর রহমানের সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে ০১৭৬৮৯০২৮২২অথবা ০১৭১৩৭৭৮২৪৯ নং মোবাইলে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।