কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে। বুধবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল করলে পুলিশ অভিযুক্তকে আটক করে। ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা পার্শ্ববর্তী একটি ইটভাটার শ্রমিক এবং মুদি দোকানি। কাজের সুবাদে তিনি বাড়িতে ছিলেন না। গত বুধবার সন্ধ্যায় স্বামীর কর্মস্থলে (ইটভাটা) যান শিশুটির মা। এদিকে বাড়িতে কেউ না থাকায় বসত ঘরের এক পাশে অবস্থিত মুদি দোকানে সিগারেট কিনতে যান একই এলাকার আবু তালেব শেখের ছেলে আবুল হাসেম (২২)। হাসেমের ডাকাডাকিতে সিগারেট দিতে দরজা খুলে দেয় শিশুটি। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হাসেমকে আটকে রাখে। বিক্ষুব্ধ জনতা জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল করলে পুলিশ অভিযুক্তকে আটক করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।