মো হাসান আলী সিরাজগঞ্জ প্রতিনিধি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ০২ ডিসেম্বর ২০২৩ খ্রি. রাত্রী ০৪.০০ ঘটিকার সময় র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘গাজীপুর জেলার সদর থানাধীন পূর্ব বাংলা বাজার এলাকায়’’ অভিযান পরিচালনা করে জোড়া খুনের মামলার এজাহারনামীয় ০৩ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিগণ মোঃ দুলাল খান (৪২), পিতা- মৃত আজাহার আলী খান, মোঃ আসাদুল খান (৩৫), পিতা- আঃ মজিদ খান, মোঃ ইউনুস খান (২২), পিতা- মোঃ দুলাল খান, সর্ব সাং- ইছামতি, থানা ও জেলা-সিরাজগঞ্জ।মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামিগণদের সাথে বাদী মোঃ হাবিবুর রহমান খান এর সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ও শত্রুতা ছিল। সেই শত্রুতা জেরে গত ১৯-১০-২০২৩ খ্রি. তারিখে আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে তার ছোট ভাই এবং ভাতিজাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে এবং ঘটনাস্থলেই বাদীর ছোট ভাই মোঃ আল আমিন খান মৃত্যু বরণ করে। বাদীর ভাতিজা মোঃ আল আমিন শেখকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-৬৭, তারিখ ২১-১০-২০২৩; ধারাঃ- ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামিদেরকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।