প্রেস বিজ্ঞপ্তি
সিরাজগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পার্ঘ প্রদান করতে আসা বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন (বসকু), সিরাজগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী সদস্য সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন (বসকু) মৌলভীবাজার জেলা শাখার সদস্যবৃন্দ। এ ন্যাক্কারজনক ঘটনা সংঘটনকারী সন্ত্রাসীদেরা প্রকাশ্যে তাদের অপরাধ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে উল্লেখ করে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন (বসকু) মৌলভীবাজার জেলা শাখার সদস্যবৃন্দ এ ন্যাক্কারজনক ঘটনা সংঘটনকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমৃলক শাস্তির দাবী জানিয়েছেন। তারা আরও উল্লেখ করেছেন- সিরাজগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পার্ঘ প্রদান করতে আসা বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন (বসকু), সিরাজগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী সদস্য সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলারকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করা না হলে, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন (বসকু) এব্যাপারে সাংগঠনিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে এবং এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকেই বহন করতে হবে।