আবুল আহসান রিমন,বিয়ানীবাজারঃ
সিলেটে নারীখেকো এক ভন্ডপীরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে দক্ষিণসুরমাস্থ পুলেরমূখ থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ নান্নু শাহ নামের এ ভন্ডপীরের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জে। সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় আস্তানা গড়েছিল সে।
তার বিরুদ্ধে অভিযোগ সে তাবিজ-কবজ এর মাধ্যমে নারী ও কিশোরীদের বস করে নিজের স্বার্থ হাসিল করতো। গত বছর নগরীর শিবগঞ্জ এলাকার এক কিশোরী সুস্থ্যতার জন্য তার সরণাপন্ন হলে সে তাকে বস করে নেয়। এক পর্যায়ে তাকে নিয়ে ভন্ডপীর নান্নু শাহ সিলেট ত্যাগ করে । দীর্ঘ কয়েকমাস ওই তরুণীকে আটকে রেখে ধর্ষন করে ফলে তরুণীটি সন্তান সম্ভবা হয় এবং একটি সন্তানের জন্ম দেয়।
এ ঘটনায় গত জানুয়ারী মাসে সিলেট কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-০৩(১)১৬) হলে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করলেও পলাতক থাকে ভন্ডপীর নান্নু শাহ। সম্প্রতি নান্নু শাহ সিলেটে আছে এমন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার এসআই ফজলে আজিম পাটোয়ারী দলবল নিয়ে সোমবার রাতে একদল পুলিশ দক্ষিণ সুরমার পুলের মুখ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ভন্ডপীর মোহাম্মদ নান্নু শাহ গ্রেফতারে সিলেটের জনমনে স্বস্তি ফিরে আসে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়।