এইচ.এম ইমরান, ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ভূমি অফিস ও পৌর ভুমি অফিস এবার দালালের দৌরাত্ব দুর করে সেবার মান বৃদ্ধি করতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। গতকাল সকালে অফিসের গুরুত্বপুর্ন স্থানে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়।
শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমী মজুমদার বলেন, তিনি যোগদান করার পর থেকেই উপজেলা রাজস্ব প্রশাসনকে দূনীতি মুক্ত করা, ভূমি সম্পর্কিত সেবা নিশ্চিতকরণ, ভূমি সেবাই ডিজিটালাইজেশন পদ্ধতি উদ্ভাবনসহ সার্বিক মান উন্নয়নে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে শৈলকুপা ভুমি অফিসে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হলো।
তিনি আরোও জানান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের তত্বাবধানে ও ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের নির্দেশক্রমে এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।