ঢাকা প্রতিনিধিঃ
১ মার্চ (মঙ্গলবার) ২০২২ সেভ দ্যা রিভারর্স বাংলাদেশ সোসাইটির ২০২২-২০২৪ বর্ষ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
আনিস উর রহমান আনিস, চেয়ারম্যান এবং মো: জহিরুল ইসলাম (ডাল্টন জহির), মহাসচিব নির্বাচিত হন।
একই দিনে নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সংস্থার বার্ষিক কার্যক্রমও গ্রহণ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে কেন্দ্রিয়
কমিটির সদস্যদের মধ্যে পরিচয়পত্র প্রদান করা হয়।
সভায় অভিজ্ঞ ও জ্ঞানী ব্যাক্তিদের সমম্বয়ে একটি উপদেষ্টা কমিটি এবং স্ট্যান্ডিং কমিটি গঠনেরও সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে কয়েকজন বক্তা দেশের একাধিক নদীর বর্তমান ভয়াবহ অবস্থার বর্ণনা দিলেও বিশেষ করে বুড়িগঙ্গা নিয়ে সরকারের প্রতি তারা দ্রুত ব্যবস্থা গ্রহণে আহবান জানান।
সংস্থার পক্ষ থেকে দেওয়া বর্তমান নির্বাচিত কমিটির সদস্যরা যথাক্রমে- আনিস উর রহমান আনিস (চেয়ারম্যান), মো: এনামুল হক বাবুল (ভাইস চেয়ারম্যান), মো: ফকরুল হাসান (ভাইস চেয়ারম্যান), ডাল্টন জহির (মহাসচিব), ইঞ্জিনিয়ার মাশফিউর রহমান (যুগ্ম-মহাসচিব) লায়ন মাহমুদা রহমান (অর্থ-সচিব), মো: আসাদুজ্জামান চৌধুরী (যুগ্ম-অর্থ-সচিব), সুরাইয়া আক্তার শান্তা (আইন-সচিব),নঈম ইমতিয়াজ নেয়ামূল (সচিব-সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ার), মো: গোলাম মোস্তফা (গবেষণা সচিব), এম এ আই ফিরোজ চাষী (সচিব-মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স), ইঞ্জিনিয়ার তাসনোভা তাবাসসুম ছোঁয়া (আন্তর্জাতিক বিষয়ক সচিব), মাসুদ আহমেদ (সচিব-তথ্য ও সেমিনার), মোহাম্মদ সানাউল্লাহ (দপ্তর সচিব), জাফরীন ফেরদৌসী (মহিলা বিষয়ক সচিব), জিসান আহমেদ (নির্বাহী সদস্য), ইঞ্জিনিয়ার মকবুল হোসেন মুকুল (নির্বাহী সদস্য), আমরান মফিজ রানা (নির্বাহী সদস্য).
সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনিস উর রহমান আনিস এর সভাপতিত্বে এবং নব নির্বাচিত মহাসচিব মো: জহিরুল ইসলাম (ডাল্টন জহির) পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন।