মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
ঈদ উপলক্ষে দিনাজপুর জেলা ও উপজেলা শহরের সেলুন ও গ্রামের হাট-বাজারে নরসুন্দর, নাপিত বা ক্ষৌরকারদের কর্মব্যস্ততা বেড়েছে।
হাতের আঙুলের কাঁচির ছন্দময় শব্দে রাত-দিন চলছে চুল ছাঁটার কাজ। বছরের বাকি সময়গুলোর তুলনায় মানুষের ঘন উপস্থিতির কারণে সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছেন সেলুনওয়ালারা। চলছে সিরিয়ালে চুল কাঁটা।
এক্ষেত্রে তারা এখন স্লিপ সিস্টেম চালু করেছেন। এক/ দু দিন আগেই সিরিয়ালের স্লিপ ধরিয়ে দিয়েছেন ক্রেতাদের।
দিনাজপুর শহর সহ চিরিরবন্দর সেলুনগুলোতে দেখা গেছে, দিন নেই, রাত নেই, লোকজনের ভিড় লেগেই আছে। কেউ বলে, অমুক নায়কের ছাঁট দাও, আবার কেউ বা আবদার ধরেন ক্রিকেটসহ বিভিন্ন তারকাদের মতো করে চুল ছেঁটে দিতে।
একাধিক ক্ষৌরকর্মী জানান, কাজের চাপ থাকলেও তড়িঘড়ি করে চুল কাটার সুযোগ নেই। আছে কটু কথা । কাজে একটু ভুল হলেই বিপদ।