বিশেষ প্রতিবেদকঃ
ভুরুঙ্গামারীর সোনাহাট ডিগ্রী কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান/২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কলেজ মিলনায়তনে অধ্যক্ষ বাবুল আক্তারের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিাসবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান মোস্তাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ মোজাম্মেল হক,উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও কলেজের গভর্নিং বডির সভাপতি ফয়জার রহমান মাষ্টার। বক্তব্য রাখেন কচাকাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জহুরুল হক ও উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী ওয়াহেদুজ্জামান সরকার প্রমুখ। পরে নবাগত ছাত্র/ছাত্রীদের ফুলদিয়ে বরণ করে নেয়ার পর ঢাকা সহ বিভিন্ন জেলার শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হাজার হাজার দর্শক শ্রোতারা উপভোগ করেন।