ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ের হরিপুরের মোলানী সীমান্তে জামাল ওরফে পিচ্চি জামাল (২৫) নামে এক বাংলাদেশী ভারতীয় বিএসএফ এর হাতে আটক হয়েছে। সে হরিপুর উপজেলার গেদুড়া কাঠালডাঙ্গী গ্রামের মুঞ্জুর আলীর ছেলে বলে জানা গেছে।
পিচ্চি জামাল দীর্ঘদিন ভারতে ইটভাটায় কাজ শেষে অবৈধভাবে বাড়ি ফিরছিল।শনিবার ভোরে সে ৩০ বিজিবির আওতাধীন মলানী সীমান্তের ৩৭১ নং মেইন পিলার এর ২০০ গজ ভারতীয় অভ্যন্তরে পৌছলে ১৪৬ নারগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। ৩০ বিজিবির মোলানী কোম্পানী কমান্ডার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।তিনি জানান,বিএসএফ আটক ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশে হস্তান্তর করা হয়েছে।