এ এস খোকন, ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)ঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের উপজেলা পর্যায়ে সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে আরডিআরএস‘র বিবিএফজি প্রকল্পের আয়োজনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। মুখ্য সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিবিএফজি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কবীর আলম।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন। এছাড়াও কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, ঘটক, চ্যাম্পিয়ন ফাদার, নিকাহ রেজিষ্ট্রার, যুব ফোরম সদস্যগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বাল্য বিয়ে প্রতিরোধে বিবিএফজি প্রকল্পটি শুরু হয় ২০১৭ সালে। ২০২২ সালের জানুয়ারীতে মেয়াদ শেষ হওয়ায় প্রকল্প শেষে কার্যক্রমগুলো যাতে চলমান থাকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করে একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়। এর আগে উপজেলার ১০ ইউনিয়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *