চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
“সকলে মিলে শপথ করি,বাল‍্যবিবাহ মুক্ত দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কুড়িগ্রামের চিলমারীতে ইউনিয়ন পর্যায়ে বিবিএফজি প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রমনা ইউনিয়নের চিলমারী উচ্চ বিদ্যালয়ের হল রুমে আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে বিন্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে বাল‍্যবিবাহ মুক্ত সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ৪নং রমনা মডেল ইউনিয়ন পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান গোলাম আশেক আকাঁ।
আরো উপস্থিত ছিলেন, চিলমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকালে আশিক ইকবাল লেলিন, বিবিএফজি প্রকল্পের উপজেলা সমন্বয়নকারী ফারজানা ফৌজিয়া, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের তত্তাবাধায়ক মিনারুল ইসলাম, রমনা ইউনিয়নে বিবিএফজি ফেসিলেটটর নয়ন রায়,গণ্যমান্য ব্যক্তিবর্গ, চ্যাম্পিয়ন বাবা, ইমাম, ঘটক, শিক্ষক, ও ইউনিয়ন -ফেডারেশন এর সদস্য, যুব ফোরাম সদস্য প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *