ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি/

জয়পুরহাটে (২৭মার্চ) সুন্ধায় সার্কিট হাউজ মাঠ প্রাঙ্গনে জেলা পুলিশ জয়পুরহাটের আয়োজনে হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার), ডিআইজি, ঢাকা রেঞ্জ পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনে বাংলাদেশ পুলিশ নাট্যদল ১৫ আগস্ট ১৯৭৫ সালের নৃশংস হত্যাকাণ্ডের উপর ইতিহাসাশ্রয়ী গবেষণালব্ধ নাটক “অভিশপ্ত আগস্ট” এর ৬৫ তম মঞ্চায়ন হয় । জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, এর সভাপতিত্বে “অভিশপ্ত আগস্ট” নাটকটি মঞ্চস্থ করা হয়। উক্ত মঞ্চ নাটকে সম্মানিত অতিথি হিসেবে নূর ইসলাম, বিজ্ঞ জেলা ও দায়রা জজ জয়পুরহাট,শরীফুল ইসলাম,জেলা প্রশাসক জয়পুরহাট, জাহাঙ্গীর আলম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়পুরহাট, আরিফুর রহমান রকেট, চেয়ারম্যান, জেলা পরিষদ, আওয়ামী লীগ জয়পুরহাট জেলার নেতৃবৃন্দ, সকল উপজেলা চেয়ারম্যান, সকল মেয়র, বীর মুক্তিযোদ্ধাগণ সহ উপচেপড়া দর্শকগণ উপস্থিত ছিলেন। নাটক শেষে উপস্থিত অতিথিবৃন্দ বাংলাদেশ পুলিশ থিয়েটারের শিল্পীদের নিখুঁত অভিনয় ও অভিনয় দক্ষতার প্রশংসা করেন । এই নাটকটির মাধ্যমে সাধারণ মানুষ ইতিহাসের অনেক অপ্রকাশিত ও অমোঘ সত্যকে জানতে পারবে। নাটকটি শেষে অনেককেই অশ্রু সংবরণ করতে না পেরে কাঁদতে দেখা গেছে। আরও উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জয়পুরহাট, মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জয়পুরহাট, এস এম সোলায়মান আলী,চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ জয়পুরহাট, নৃপেন্দ্রনাথ মন্ডল,পিপি,জয়পুরহাট, আমজাদ হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জয়পুরহাট জেলা শাখা,লুৎফা আকবর চৌধুরী রাজা, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ জয়পুরহাট জেলা শাখা,শাম্মীম আজিজ সাজ,সভাপতি, মহিলা আওয়ামী লীগ জয়পুরহাট, আফসার আলী মন্ডল,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জয়পুরহাট সদর উপজেলা জয়পুরহাট সহ আরো জয়পুরহাট জেলার পাঁচ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *