ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধি ঃ

মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের মতো জয়পুরহাটের কালাই উপজেলায় ২য় পর্যায়ে ভূমি ও গৃহহীন ৫৮টি পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি কালাই উপজেলা সভাকক্ষে বড় পর্দার মাধ্যমে দেখানো হয়। উক্ত উদ্বোধন শেষে জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপজেলার মাত্রাই ইউনিয়নের কাঁটাহারে ২য় পর্যায়ে ক-শ্রেনীর ভূমি ও গৃহহীন ৫৮টি পরিবারের মধ্যে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান পূর্বক ১লক্ষ ৯০হাজার টাকা ব্যায়ে একক গৃহ নির্মাণ জমির দলিল ও ঘরে চাবি হস্তান্তর করেন। এ উপলক্ষ্যে একই স্থানে এক আলোচনাসভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোছা.নীলিমা জাহান এর সঞ্চালনা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এর সভাপতিত্বে প্রধানর অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম), জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা উপ পরিচালক ও স্থানীয় সরকার ইশরাত জাহান, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা ও মাত্রাই ইউপি চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *