মোঃ মনির হোসেন ঝালকাঠি: ঝালকাঠিতে স্বামীর বদলে বুধবার অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজী পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে স্ত্রী কলেজ ছাত্রী মারিয়া রহমানকে ১বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি )মো. বশির গাজীর ভ্রাম্যমাণ আদালতে দণ্ডাদেশ প্রদান করেন।

ঝালকাঠি জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মোঃ বশির গাজী বলেন, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্রের চলমান অনার্স ২য় বর্ষের ইংরেজি পরীক্ষায় অংশ গ্রহণ করেন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্র মতিয়ার রহমানের বদলে তার স্ত্রী বরিশাল সরকারি মহিলা কলেজের ছাত্রী মারিয়া রহমান প্রক্সি পরীক্ষা দিচ্ছেলেন।

এ বিষয়টি ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরিদর্শকদের নজরে আসলে তারা বিষয়টি প্রশাসনকে অবহিত করলে ঝালকাঠি জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. বশির গাজী সরোজমিনে অভিযান চালান। বিষয়টির সত্যতা পেয়ে সেই ছাত্রীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত প্রক্সি দেয়ার অপরাধে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মারিয়ার স্বামী মতিয়ার রহমান ঝালকাঠি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শহরের নেছারাবাদ এলাকার বাসিন্দা। এঘটনায় দন্ডিতার স্বামী মতিয়ার রহমানের বিরুদ্ধে ঝালকাঠি সরকারি কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলেও জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *