শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি :
লওশামীল লওশামীল এই শ্নোগানকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৮মার্চ নাগেশ্বরী সরকারী কলেজ মাঠে, জেলার একমাত্র আবৃত্তি সংগঠন কথক নাগেশ্বরীর ২৩ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত। এ সময় কথকের পরিচালক, আবৃত্তিকার, প্রভাষক রেজাউল করিম রেজার পরিচালনায় এ্যাডভোকেট মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানিয় সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, আমন্ত্রীত অতিথি আবৃত্তি শিল্পী শিমুল মুস্তফা, পারভেজ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, নজরুল গবেষক সুব্রত ভট্রাচার্য, ভাইস চেয়ারম্যার রোকনুজ্জামান শিমু, বাংলাদেশ বেতার রংপুরের ভাওয়াইয়া শিল্পী শফিকুল ইসলাম, কবি ও এটিএন বাংলা টিভির প্রতিনিধি ইউসুব আলমগীর, ভাওয়াইয়া একাডেমী নাগেশ্বরীর পরিচালক ও এশিয়ান টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, জনপ্রিয় শিল্পী বিজলী, উলিপুর কলেজের অধ্যক্ষ ও কবি মুকুল, সমন্বয় পরিবারের সভাপতি হাফিজুর রহমান, নৃতকলা একাডেমীর সভাপতি আরিফ, নাট্যকার আবু হোসেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ত্বত্তাবধায়ক শহিদুল্লাহ লিংকন, আবৃত্তি শিল্পী এবিএম সুমনসহ অনেকে, আবৃত্তি, ফুলের শুভেচ্ছা বিনিময়, শুভেচ্ছা স্বারক প্রদান ও আলোচনার মাধ্যমে সুন্দর ও সুষ্ঠভাবে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *