মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজঃ
কুড়িগ্রাম জেলায় আগামী ২৬ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ তারিখের মধ্যে জেলার মোট জনসংখ্যার ৭০% ব্যক্তিকে কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকার আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ভূরুঙ্গামারী থানা এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
আগামী ২৬/০২/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকার কার্যক্রম সকল জেলার ৭০% ব্যক্তিকে কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকার আওতায় আসতে সরকারী ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমতাবস্থায় কুড়িগ্রাম জেলায় আগামী ২৬ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ তারিখের মধ্যে জেলার মোট জনসংখ্যার ৭০% ব্যক্তিকে কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকার আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জেলা পুলিশ, কুড়িগ্রামের আয়োজনে ১৯ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ তারিখে ভূরুঙ্গামারী থানাধীন পাথরডুবী ইউনিয়নে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারসৈয়দা জান্নাত আরা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মোঃ মোর্শেদ । এসময় পুলিশ সুপার উক্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রত্যেক বিট পুলিশিং অফিসারকে উপজেলা নির্বাহী অফিসারদের সাথে যোগাযোগ করে টিকিট প্রাপ্তদের তালিকা সংগ্রহ করে উক্ত তালিকা মোতাবেক সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার সহ প্রতিটি বাড়িতে গিয়ে টিকা গ্রহনের জন্য জনসাধারণকে পরামর্শ প্রদান করার নির্দেশ দেন, এবং সভায় উপস্থিত সকলকে টিকা গ্রহনের জন্য উদ্ভুদ্ধ করেন, সভায় উপস্থিত মসজিদের ইমামদের নামাজ শেষে মসজিদে উপস্থিত সকলকে টিকা গ্রহনের জন্য পরামর্শ প্রদানের নির্দেশ দেন।
উক্ত সভায় কোভিড-১৯ টিকা গ্রহনের পাশাপাশি বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিট পুলিশিং সভায় স্থানীয় নেতৃবৃন্দ, গন্যমাণ্য ব্যক্তিবর্গ, উক্ত এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *