রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের রৌমারীতে সরকারি ভাবে খাদ্য গুদামে অভ্যন্তরীন, বোরো ধান, বোরো চাউল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গল বার দুপুর ২টায় রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল (ভারপ্রাপ্ত) যৌথ ভাবে এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা খাদ্য কর্মকতার্ আলাউদ্দিন বসুনিয়া, রৌমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনেওয়াজ মিয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন, উপজেলা কৃষক প্রতিনিধি মশিউর রহমান, চাতাল মালিক আবুল কাশেম প্রমূখ।
এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা আলাউদ্দিন বসুনিয়া সাংবাদিকদের বলেন, প্রতি বস্তায় ৪০ কেজি করে ১ হাজার ৪২৬ মেট্রিক টন বোরো ধান, প্রতি বস্তায় ৫০ কেজি করে ৮৭৭ মেট্রিক টন বোরো চাল, প্রতি বস্তায় ৩০ কেজি করে ৫৪৬ মেট্রিকটন গম স্থানীয় কৃষক ও মিলারদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ৩১ আগষ্ট পর্যন্ত সংগ্রহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *