রংপুর অফিস॥
রংপুরে তিনদিনব্যাপী ৯ম আন্তর্জাতিক চলচিত্র উৎসব আগামী ৩মার্চ হতে শুরু হবে। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি রংপুরের উদ্যোগে ১লা মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত রংপুর শহীদ স্মৃতি হল (টাউনহল) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে শিশু চলচিত্র উৎসবের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন উৎসব পরিচালক নাফিয নিয়াজ খান। জানা যায়, আন্তর্জাতিক শিশু চলচিত্র উৎসব সকাল ১১ টা হতে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন মোট তিনটা করি প্রদর্শনী হবে।উৎসবের উদ্বোধন করবেন রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। উদ্বোধনী দিনে সভাপতিত্ব করবেন সোসাইটির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ড রেজাউল হক।এবারে চলচিত্র উৎসবের পাশাপাশি তরুণ নির্মাতাদের জন্য নির্মাণ কর্মশালার ব্যবস্থা রয়েছে। উৎসব অভিভাবক ও শিশুদের জন্য উম্মুক্ত করা হয়েছে।উপস্থিত ছিলেন চিলড্রেন্স ফিল্ম সোসাইটি রংপুরের আহবায়ক শাহ নেওয়াজ খান শিজু, সদস্য সচিব মনিরুল ইসলাম মনির।