মোঃ মনির হোসেন ঝালকাঠি :
ঝালকাঠিতে সেতু যুব সমিতির নিজস্ব অর্থ দিয়ে দুস্থ অসহায় গরিব মানুষের মাঝে ৪৫০পিছ কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল ১১,৩০টায় ঝালকাঠি ফাতেমা কমিউনিটি সেন্টারে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন ঝালকাঠি ২আসনের সংসদ সদস্য সাবেক সফল খাদ্যমন্ত্রী ১৪ দলের সমন্বয়ক শিল্প মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার , উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র বাবু তরুণ কুমার কর্মকার, ঝালকাঠি পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর হাফেজ আল মাহমুদ । এছাড়াও উপস্থিত ছিলেন সেতু যুব সমিতির সদস্যবৃন্দ। কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সেতু যুব সমিতির সভাপতি জয়ন্ত কুমার সাহা।
প্রধান অতিথি আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি )ভার্চুয়ালে বলেন ,সেতু যুব সমিতির সব সময় অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।
আমি তাহাদের সার্বিক মঙ্গল কামনা করি। পাশাপাশি আমি সেতু যুব সমিতির যেকোনো প্রয়োজনে পাশে আছি পাশে থাকবো।
ঝালকাঠিতে দুস্থ অসহায় গরিব মানুষের মাঝে সেতু যুব সমিতির নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ
