মোঃ বুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১৬ফেব্রুয়ারি (বুধবার) স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবরে শিক্ষক নেতারা স্মারকলিপি প্রদান করেন।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব নুরুন্নবী, যুগ্ম আহ্বায়ক গোলাম আজম ও অর্থ সচিব মনিরুজ্জামান মনির, হাসত আলী, ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক ফকরুল ইসলাম, উলিপুর উপজেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন শিক্ষক নেতা তোফাজ্জল হোসেন,রফিকুল ইসলাম, আক্তারুজ্জামান, লিয়াকত আলী আকন্দ, হায়দার আলী, রায়হান আলী,সোলায়মান আলী, শফিকুল ইসলাম বুলু, আতিকুর রহমান, শামছুল হক, শাহিনা আক্তার, মর্জিনা বেগম প্রমুখ।
এসময় বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, মাদরাসা নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, মাদরাসাসমূহের ডাটাবেজ চূড়ান্তকরণ, পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন মাদ্রাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করণ, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, অফিস সহায়কের পদ সৃষ্টি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার অটো পাশের প্রজ্ঞাপন জারি করণসহ ৮ দফা দাবী তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *