এইচ.এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে :
“অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান” এই শ্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় ৩ দিনব্যাপী বৃক্ষ মেলা ২০১৬’র আনুষ্ঠানিক উদ্ধোধন হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একটি কৃষক র্যালী শহর প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই।
পরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ আব্দুল হাই। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলামহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বাড়ীর আঙ্গিনাসহ ফাঁকা জায়গায় বৃক্ষ রোপনে সকলকে উদ্বুদ্ধ করেন। ৩ দিন ব্যাপী এই বৃক্ষ মেলা আগামী ২৫ আগষ্ট শেষ হবে।