ভুরুঙ্গামারীতে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন
ভুরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার প্রাণকেন্দ্র কলেজ রোডস্থ আল-আকসা মার্কেটে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ ফ্রেব্রুয়ারী) দুপুরে ফিতা কেটে আইএফআইসি ব্যাংক ভুরুঙ্গামারী উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।
এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সাব-রেজিষ্টার রফিকুল ইসলাম, সোনাহাট ইউপির সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মন্ডল, ভুরুঙ্গামারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম ব্যাপারী।
সঞ্চালনা করেন আইএফআইসি ব্যাংক রংপুর শাখার কাষ্টমার সার্ভিস ম্যানেজার মুস্তাকিম আহমেদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক ভুরুঙ্গামারী উপশাখার অফিসার ইনচার্জ মারুফ ইসলাম, অফিসার শাহরুখ সোহান প্রমুখ। উদ্বোধন শেষে, ব্যাংকের উপ-শাখাটির উন্নতি কামনায় দোয়া করা হয়।