ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সম্পর্কে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে ইউনিয়নবাসী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। প্রায় ঘন্টাব্যাপী এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জয়মনিরহাট বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ বক্তারা জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সম্পর্কে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, লেবার সমিতির সভাপতি সফিকুল ইসলাম, কৃষক রুবেল, কর্মসৃজন কর্মসূচীর শ্রমিক শিপন মিয়া ও বেলাল হোসেন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ যোগদিয়ে জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত এক ব্যক্তি কতিপয় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীর সাথে যুক্ত হয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।