ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে চাকরি দেওয়ার নামে প্রতারণাসহ একাধিক মামলার পলাতক আসামী মাসুদ রানা (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, ওই প্রতারকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলাও আছে।
গ্রেফতার হওয়া প্রতারক উপজেলার মোহাম্মদপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, প্রতারক মাসুদ দীর্ঘদিন যাবৎ মানুষকে বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নামে মানুষের সঙ্গে প্রতারণা করাসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সে জড়িত ছিল।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এঘটনায় ওই প্রতারককে গ্রেফতার করে জেল হাজতে সোপর্দ করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।