নিউজ ডেস্কঃ
অসহায় মেধাবী শিক্ষার্থীর জন্য জরুরি মানবিক সাহায্যের আবেদন।
চিকিৎসার টাকা জোগাড় না.হলে দুটি পা. কেটে ফেলতে হবে।
ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের আশিংড়ি পশ্চিম পাড়া গ্রামের
বাবা হারা শেফালী খাতুন বায়সা-চাঁদপুর দাখিল মাদ্রারসার প্রাক্তন ছাত্রী, এম এম কলেজ থেকে সমাজ বিজ্ঞান বিষয়ে মাস্টার্স কমপ্লিট করেছে ভাইয়ের সংসারে চরম দারিদ্র্যতার সাথে সংগ্রাম করে। স্বপ্ন ছিলো একটা চাকরি করে স্বাবলম্বী হবে,সংসারের অভাব দুর হবে। কিন্তু একটা দূর্ঘটনা তার সব স্বপ্ন ধুলিস্যাৎ করে দিল। বাড়ি ফেরার পথে ভ্যান দুর্ঘটনায় তার দুটি পা মারাত্বকভাবে জখম হয়েছে।
স্হানীয় ভাবে চিকিৎসা সম্ভব না হওয়ায় গত ২৩/১/২২ তারিখ থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে জরুরি বিভাগের সাথের বিল্ডিং এ চারতলায় জি এইচ ১৭ নং বেডে চিকিৎসাধীন আছে। প্রতিদিন ৩/৪ হাজার টাকা খরচ হচ্ছে ।মানুষের কাছে হাতপেতে তার ভাই নেছার আলী কোনোরকমে বোনটাকে বাচিয়ে রেখেছে। অপারেশন করে তার পা বাদ দিতে হতে পারে।
এখন এই চরম বিপদের মুহুর্তে আপনারা দয়া করে তার পাশে দাঁড়ান। বাবা হারা শেফালিকে তার স্বপ্ন পুরনে সাহায্য করুন।ইতিমধ্যে বায়শা গ্রামের স্বপ্নচূড়া সংগঠন তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনারাও এগিয়ে আসুন।
শেফালির বিকাশ নং (পার্সোনাল) ০১৯৪৯৬১৪৯৭৮।
শেফালির ভাই নেছার আলীর মুবাইল নং ০১৭৫৪৭৭৪২৪৬।