কালের সাক্ষী ভিতরবন্দ জমিদারের কাচারীঘর
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ জমিদারের কাচারীঘর। ১৮ শতকের শেষের দিকে ইটসুরকি, কাঠ দিয়ে নির্মিত চারচালা বারান্দাসহ টিনের আটচালা দ্বিতল ভবনটি বর্তমানে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ হিসেবে ব্যবহার হচ্ছে। ভিতরবন্দ জমিদারীর শেষ জমিদার শ্রী ধীরেন্দ্র কান্ত রায় চৌধুরী ১৮৯৯ সালে এই কাচারীঘরটি নির্মাণ করেন।বিস্তারিত