রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজিবপুরের জাউনিয়ারচর মিয়াপাড়া অছিমন নেছা নূরানী হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটি। সহস্রাধিক গন্যমান্য ব্যক্তিসহ এলাকার সাধারণ মানুষকে দাওয়াতের মাধ্যমে ২৭ সেপ্টেম্বর দুপুরে মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান করা হয়।
এখানে আমন্ত্রিত অতিথিগণ ইচ্ছেমত আর্থিক সহায়তা প্রদান করেন মাদ্রাসার জন্য। এতে মাদ্রাসা পরিচালনার আর্থিক সংকট অনেকটাই লাঘব হয়। এমন আয়োজনে এলাকার সাধারণ মানুষগুলোও খুশি হয়ে স্বাচ্ছন্ধে দানের হাত বাড়িয়ে দেন।
এ বিষযে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আজিজল হক ক্বারী জানান, “এই আয়োজন আমরা বেশ কয়েক বছর যাবৎ করে আসছি। এখানে ইচ্ছেমত অনেকেই দান করেন। এই দানের উছিলায় মাদ্রাসাটি পরিচালনা সহজ হচ্ছে।”
মাদ্রাসা প্রধান জয়নুল আবেদীন বলেন, “এটি আমাদের নিয়মিত বার্ষিক আয়োজন। যেহেতু আমাদের কোন বেতন নেই, বাচ্চাদের থাকা-খাওয়ার খরচও আছে, এসব কিছুর যোগন দিতে অন্যের সাহায্যে চলতে হয়। তাই বাচ্চাদের দিয়ে যাতে কারো কাছে হাত বাড়াতে না হয়, সেজন্য আমরা এমন আয়োজন করি।”