ঢাকা ব্যুরো
নোয়াখালী প্রতিদিন সম্পাদক রফিকুল আনোয়ার বলেছেন কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। শুধু যাত্রা শুরু করে বসে থাকলে চলবে না। এ জন্য সকলকে কাজ করতে হবে নিজ নিজ অবস্থান থেকে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় অনলাইন ভিত্তিক নোয়াখালীর টিভির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উল্লেখিত কথাগুলো বলেন। ঢাকাস্থ নোয়াখালী সমিতির কার্যালয়ে অনলাইন ভিত্তিক টিভি নোয়াখালী টিভির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। এতে দৈনিক সময়ের আলো পত্রিকার সম্পাদক জিল্লুর রহমান, নোয়াখালী কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাইন উদ্দিন সেলিম, দৈনিক নোয়াখালী সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হামিদ রনি, নোয়াখালী সমিতির ট্রেজারার কেবিএমন সহিদুল্যাহ, রাইজিং কমিনিউকেশনের পরিচালক ইব্রাহিম খলিল শাহেদ বক্তব্য রাখেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নোয়াখালী টিভি পরিচালনা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হামিদ রনি, সাফায়াত সাকিব, শামিমা জুরু, ইন্জিনিয়ার সাকিল, ওয়াসিম এমদাদ, আমিনুল পলাশ, ফজলে রাব্বি, আরেফিন জুবায়ের, সালাউদ্দিন রিপন, ইসমাইল গাজী, মারুফ ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী শাহরিয়ার বাঁধন, নোয়াখালী স্টুডেন্ট ফোরাম এর সভাপতি আরেফিন জুবায়ের, কোম্পানীগঞ্জ স্টুডেন্ট ফাউন্ডেশন ঢাকা’র এর সভাপতি মাহবুবুর রহমান, উই ফর ইউ এর সেক্রেটারি সাইফুল ইসলামসহ আরো অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, বৃহত্তর নোয়াখালীর ভাষা, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরায় হচ্ছে নোয়াখালী টিভির মূল লক্ষ্য ও উদেশ্য। সেই সাথে নোয়াখালীবাসী ও নোয়াখালীর প্রবাসীদের কথা, সমস্যা ও সম্ভাবনার কথা নোয়াখালী টিভির মাধ্যমে সবার সামনে উপস্থাপন করা। অনুষ্ঠানে রফিকুল আনোয়ারসহ অতিথিবৃন্দ উদ্বোধনী কেক কাটেন। পরে নোয়াখালী টিভির ব্যবস্থাপকরা সৃজন মৈত্রী পদক লাভ করায় নোয়াখালী প্রতিদিন সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান।