লালমনিরহাট প্রতিনিধি
প্রেমিকের সাথে অন্তরঙ্গ মহুর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায়
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আয়েশা সিদ্দিকি আখিঁ (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩০মে) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আদর্শপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে
নিহত আয়েশা উপজেলার কাশীরাম মেডিকেল মোড় এলাকার মেয়ে জাহাঙ্গীর হোসেনে মেয়ে। সে কালিগঞ্জ করিম উদ্দিন পাবলিক কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে বুড়িমাড়ী থেকে ছেড়ে আসা পার্বতীপুর লোকাল ট্রেনটি কাকিনা স্টেশনে প্রবেশের সময় আয়েশা সিদ্দিকি আখিঁ টেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে মারা যায়।
নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। এরপর ওই যুবক কিছু অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত আয়েশা সিদ্দিকি আখিঁ বড় ভাই সুমন মিয়া বলেন, আমার ছোট বোনকে তহিদ হাসান নামে এক ছেলে সব সময় ব্ল্যাকমেল করতো। ওই ছেলের সব সময় আমার বোনের কাছ থেকে টাকা পয়সা নিতো। সে ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আমরা মান সম্মানের ভয়ে কিছু বলতে পারিনি। এই কারনে তার ছোট বোন আত্মহত্যা করেছে বলে তিনি দাবী করেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ওসি ইমতিয়াজ বলেন, কি কারনে কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।