বিশেষ প্রতিনিধি:
অন্তর নাম পরিচয় দিয়ে ফেসবুক মেসেন্জারে মেয়েদের কে অনেকদিন থেকেই ব্লাকমেইল করে আসছে। এমনি এক অভিযোগ করেছে এক ভুক্তভোগী নারী।
ভুক্তভোগী নারী এশিয়ান বাংলা নিউজ কে বলে, তার (অন্তর) সাথে মাত্র ৪-৫ দিন আগে পরিচয় হয়। হায় হ্যালো থেকে শুরু হয়ে পরিচিত হয়ে উঠে। এরপরই ছেলেটির ভয়ংকর রুপ ফুটে উঠে। মেয়েকে ব্লাকমেইল করা শুরু করে।
অনলাইনে অসংখ্য নারী তার ব্লাকমেইলের শীকার হয়েছে। অনলাইনে ফাঁদ পেতে নারীদের কাছে হাজার হাজার টাকা আত্মসাৎ করে সে।
ছেলের নাম অন্তর। তবে অপরাধী অন্তরের সঠিক নাম ও পরিচয় জানা যায়নি। বয়স ২২ বছর। সৌদীআরবে ব্যবহৃত তার ফোন নম্বর +966567184153, +966550158901। ড্রাইভিং ভিসায় সৌদিআরবে গিয়ে ফেসবুকে এই বড় অপরাধের পথ বেচে নিয়েছে সে।
এনিয়ে, গাজীপুর শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। শ্রীপুর থানার কর্তব্যরত অফিসার বলেন, আমরা এবিষয়ে বিস্তারিত তদন্ত করব। এরপর সংবাদ মাধ্যমে বিস্তারিত জানাবো।
ভুক্তভোগী নারী অপরধী অন্তরের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।