মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের ক্যালেনের বাজার পাড়ার শ্রী জয়ন্ত চন্দ্র রায়ের বাড়িতে পালিত একটি গবাদি পশু (গরু) ১৩.০৭.২০১৬ দিবাগত রাত ৯টায় একটি বাচ্ছা (বাছুর) জন্ম হয়।
বাছুরটির মাথা একটি,মুখ দইটি,চোখ চার(৪)টি এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে হাজার,হাজার জনগণ ভিড় করছে। বাচ্ছাটি সুস্থ্য এবং সবল রয়েছে বলে জানিয়েছেন। গাভীর মালিক জয়ন্ত। তিনি বলেন বাচ্ছাটি যদিও সবল রয়েছে।
তারপরও একটি মাথায় দুইটি মুখ থাকায় বাচ্ছাটি উঠে দাড়াতে কষ্ট হচ্ছে।