পঞ্চগড় প্রতিনিধি;পরিবেশ অধিদপ্তরে যৌথ অভিযানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান- অভিযানে নেতৃত্বে -শনিবার ০৭-০১-২০২৩ খ্রি. তারিখে দুপুরে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মেসার্স কে এস বি ব্রিকস, মলানী, সদর, ঠাকুরগাঁও নামক ইটভাটার মালিক কে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও ইটভাটার আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহরিয়ার রহমান অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। আনসার ব্যাটেলিয়ন, ঠাকুরগাঁও, জেলা পুলিশ, ঠাকুরগাঁও এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঠাকুরগাঁও এর একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
![](https://asianbanglanews.com/wp-content/uploads/2023/01/323162496_486546050304995_1413184809038680080_n.jpg)