চট্রগ্রাম থেকে,
বিশেষ প্রতিনিধি

নগররীর অামবাগান নালাপাড়াস্হ ইউসেপ স্কুলের পাশে সরকারি নালা ভরাট করে গড়ে তোলা হচ্ছে বাড়ী।
এ বাড়ী নির্মাণ করতে কাটা হচ্ছে পাহাড়ের অংশ বিশেষও। স্হানীয় আলামিন নামের একজন সরকারি নালা / জলাশয় দখল করে এ বাড়ী নির্মাণ করছেন বলে জানিয়ে খুলশী থানায় এ নিয়ে একটি অভিযোগ দিয়েছেন।
অারিফ নামের একজনের তরফ থানায় দাখিল করা এ
অভিযোগে বলা হয়েছে, সরকারি নালা/ জলাশয় অবৈধ ভাবে দখল করে বানানো হচ্ছে বাড়ী। এ কারনে কাটা হচ্ছে পাহাড়ের অংশ বিশেষও। অামার এবং স্হানীয়দের অনেক বাসা/বাড়ী ঘর ভেঙ্গে পড়ার চরম ঝুকিতে রয়েছে।
এ বিষয়ে অালামিনের সাথে যোগাযোগ করার জন্য ফোন করলেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন