মোঃ আবু হাসান,, বিভাগীয় প্রতিনিধি,,খুলনা।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, কেশবপুরে আগামীতে আর কখনও জলাবদ্ধতার সৃষ্টি হবে না। নদীর তলদেশে পলি পড়ে উঁচু হয়ে গেছে। জলাবদ্ধতা দূরিকরণে আগাম প্রস্তুতি হিসাবে নদ-নদী খনন করে পলি অপসারণ করা হবে। শনিবার দুপুরে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্তাবধানে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৫টি পরিবারের মাঝে ২ বান করে ঢেউটিন ও ৬ হাজার করে টাকা বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার সাদেক, সহকারী কমিশনার (ভূমি) কবির হোসেন, ওসি সহিদুল ইসলাম, তদন্ত ওসি শেখ মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার নিরঞ্জন চক্রবর্তী, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, পৌর কাউন্সিলর আঃ সাত্তার খান, মফিজুর রহমান খান, মনিরা খানম প্রমুখ।