15978580_1195313200586961_469412024_n

প্রতিবেদক : আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার দাগনভূঞা প্রেসক্লাবের উদ্যোগে বিকাল ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে পঞ্চম সৃজন বার্তা মৈত্রী উৎসব-২০১৭ পদক লাভ করায় দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক মোঃ রফিকুল আনোয়ার সম্মাননা প্রদান করবে স্থানীয় সাংবাদিকরা। এতে দাগনভূঞায় বিভিন্ন জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। একই কারণে আগামীকাল রবিবার নোয়াখালী প্রতিদিন সম্পাদক রফিকুল আনোয়ারকে নাগরিক সংবর্ধনা প্রদান করবে কোম্পানীগঞ্জ নাগরিক কমিটি। বসুরহাট পৌর হলে সকাল ১০টায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বসুরহাট পৌর সভার মেয়র আব্দুল কাদের মির্জা, বিশেষ অতিথি হিসেবে থাকবেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, নোয়াখালীর পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রায়হাত। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন নোয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও নাগরিক কমিটির আহ্বায়ক আক্রাম উদ্দিন চৌধুরী সবুজ। আয়োজকরা সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী রবিবার সন্ধ্যায় কালকাতার রোটারি সনদে অনুষ্ঠিত হয় পঞ্চম সৃজন বার্তা মৈত্রী উৎসব-২০১৭। প্রতি বছরের ন্যায় এবারো সৃজন বার্তা পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে এ উৎসব উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য আহমদ হাসান ইমরান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র ইন কাউন্সিল দেবাশীষ কুমার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সৃজনবার্তা সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য্য, অধ্যাপক শেখ মোঃ ওবায়দুল হক, জহিরুল ইসলাম খোকন, ড. গায়েত্রী চক্রবর্তী, মাইকেল তরুণ, প্রকৌশলী শাকিল খান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামা ভট্টাচার্য্য ও সেলিম দুরানী বিশ্বাস। অনুষ্ঠানে দুই বাংলার বিশিষ্টজনদের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়। এদের মধ্যে অন্যতম হলেন-পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ সন্তোষ কুমার দাস, বাংলাদেশের নোয়াখালী প্রতিদিন সম্পাদক রফিকুল আনোয়ার, সমবায় ক্ষেত্রে বাংলাদেশের ছাইসুল আলম, বীমা ক্ষেত্রে লুৎফর রহমান তুষার, মানবাধিকার ক্ষেত্রে উম্মে কুলসুম স্বর্ণা, তরুণ ব্যবসায়ী আরিফ উল্ল্যা বিলাস, প্রযুক্তি ক্ষেত্রে ইঞ্জিনিয়ার মোঃ শাকিল খান, সঙ্গীত ক্ষেত্রে আনিসা বিনতে আব্দুল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *