আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনের ধাক্কায় আব্দুল ওহাব (৩২) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় চলন্ত ট্রেনের ধাক্কায় তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৭ টার দিকে আদিতমারী থানা সংলগ্ন আউট সিগনাল রেললাইন এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আব্দুল ওহাব আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
এলাকাবাসী জানান, পাটগ্রাম থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি আদিতমারী রেলস্টেশন এলাকায় পৌঁছানোর পূর্বেই মাত্র একশ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। এসময় আব্দল ওহাব মোটরসাইকেল যোগে রেললাইন পার হচ্ছিলেন। এসময় ট্রেনে ধাক্কায় মাথা ও দুপায়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে নিহত হন। মূহুর্তেই তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে আদিতমারী হাসপাতালে নিয়ে যান।
আদিতমারী হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আশরাফুজ্জামান জানান, হাসপাতালের নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিচ্চিত করেছেন।