মুর্শিদ আলম মুরাদ লালমনিরহাট আদিতমারী প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারীতে বীর নিবাস হস্তান্তরের উদ্ধোধন করা হয়। উপজেলার কমলাবাড়ি ইউনিয়নে চরিতাবাড়ি এলাকায় বীরমুক্তিযোদ্ধা মৃত মোহর আলির পরিবারের কাছে বীর নিবাসের প্রতিকি চাবি তুলে দেন গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের সমাজ কল্যান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ এমপি মহোদয়।এসময় আরো পাঁচ জন মুক্তিযোদ্ধা পরিবার সহ মোট ছয়টি বাড়ি হস্তান্তর করেন।
১৭ই ফেব্রুয়ারি শুক্রবার বিকালে বীর নিবাস হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, আদিতমারি উপজেলা নির্বাহী অফিসার জি, আর,সারোয়ার, আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম সহ উপজেলার অন্যন্য কর্মকর্তা গন এবং বিশিষ্ট বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিক বৃন্দ রাজনৈতিক নেতা কর্মি সহ এলাকার অন্যান্য ব্যাক্তিবর্গরা।
মাননীয় মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ সাংবাদিকদের উদ্দেশ্য বক্তব্য প্রদান কালে বলেন, বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালো রাত্রিতে হত্যা করার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে এদেশের হাজার,হাজার,মুক্তিযোদ্ধাকে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। পরবর্তিতে তার স্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে এদেশের মুক্তিযোদ্ধাদের জন্য কোন কল্যানমূলক কাজ করেনি।
তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য প্রথম গার্ড অব অনারের ব্যবস্থা,সন্মানী ভাতা এবং সর্বোপরি তাদের থাকার জন্য বীর নিবাসসহ অনেক সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন।
আগামি সংসদ নির্বাচনে প্রধান মন্ত্রির জন্য দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন