লালমনিরহাট (আদিতমারী) প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলাধিন ভেলাবাড়ি ইউনিয়নের পাগলার চওড়া ঈদগাহ মাঠ কবর স্থান পরিস্কারের কাজ পরিচালনা করেন এলাকার উদ্দ্যোমি যুব সমাজ।জানা যায় আনুমানিক ১৯৪০ সালের পরেই এই ঈদগাহ মাঠ এবং কবর স্থানটি নির্মিত হয়।এই কবর স্থানটির জমির পরিমান প্রায় ২০০ শতাংশ, বৃহত এই কবর স্থানে মৃত দেহ কবর দেওয়ার কাজে ব্যবহৃত বাশ থেকেই জন্ম নেয় অসংখ্যক বাশঝার।এলাকাবাসি মনে করেন ঈদগাহ মাঠের জন্য এটা একটি ভাল দিক।কবর স্থানটি দীর্ঘ দিনের হলেও মেরামত এবং পরিস্কারের জন্য কেউ এগিয়ে না আসায়,আশেপাশে আনাঘোনা বেরে যায় ভারতিয় নিষিদ্ধ ফেনসিডিল বিক্রেতাদের।তারই জের ধরে এলাকার যুব সমাজ কবরস্থান পরিস্কারের জন্য এগিয়ে আসেন।
ঈদগাহ মাঠ কবর স্থানের সভাপতি এবং জামতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন জানান, আমাদের এই বিশাল ঈদগাহ মাঠ এবং কবর স্থান দীর্ঘ দিনের হলেও অর্থ অভাবে তেমন কোন উন্নত করা সম্ভব হয়নি।আমাদের কবর স্থানটির প্রাচির অত্যন্ত জরুরি প্রয়োজন এব্যাপারে সমাজের বৃত্তবানদের সহযোগিতা কামনা করেন তিনি।