মুর্শিদ আলম মুরাদ, লালমনিরহাট (আদিতমারী)প্রতিনিধিঃলালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাধিন, ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের হাজি পারার। আবু আব্দুল্লাহ মদিনাতুল উলুম মাদ্রাসায়,হাফেজ ছাত্রদের মাঝে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।৪ ডিসেম্বর রবিবার রাতে অনুষ্ঠিত এই কোরআন প্রতিযোগিতা ও মাহফিলে, হযরত মাওলানা জয়নুল আবেদীন, শাইখুল হাদিস, জামিয়া ইসলামিয়া মারকাজুল কুরআন,লালমনিরহাট এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা সাঈদুর রহমান, সভাপতি ঈমাম খতিব পরিষদ মালিবাগ ঢাকা ও সিনিয়র মুহাদ্দিস জামিয়া নুরানিয়া কামরাঙ্গির চর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা ইমরান হোসাইন, মুহতামিম, জামিয়া ওমর ইবনু খাত্তাব রহমাতুল্লাহ আলাই,ফরিদপুর। আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।অনুষ্ঠানে প্রতিযোগিদের মধ্যো বিজয়িদের মাঝে পুরুস্কার বিতরন করেন এবং ইসলামের দ্বিনি আলোচনার মধ্যো দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।