এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
মানসম্মত প্রানিজ আমিষ উৎপাদন ও স্ব-নির্ভরতার লক্ষ্যে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় ৭দিন ব্যাপী খামারীগণের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫জানুয়ারী) সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং জাইকার সহায়তায় প্রশিক্ষণ উদ্বোধন করেন ইউএনও রাশিদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মণ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর লাবনী হেলেনা, ভেটেরিনারি সার্জন ডাঃ বিপুল চক্রবর্তী।