Exif_JPEG_420

শরিফুল ইসলাম,ভোলাজাট প্রতিনিধি
সোমবার ১৫ জুলাই ‘২৪ বেলা ১১টায় উপজেলা পরিষদ মুজিব চত্বর মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ সদস্য, বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্, জেলা পরিষদ সদস্য ও প্রধান শিক্ষক হোসনে আরা পাখি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী বিশ্বাস। এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্যরা একটি বর্ণাঢ্য রেলী শেষে প্রধান অতিথি ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন। পরে তিনি মেলার বিভিন্ন ষ্টলগুলি পরিদর্শন শেষে আলোচনা সভায় মিলিত হোন। আলোচনা সভায় স্বগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ সুলতান আলী।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকালে একইস্থানে কৃষিভিত্তিক চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভিরা গান অনুষ্ঠিত হয়।
আগামী ১৭ জুলাই’২৪ বুধবার এ মেলার পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলী।
আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলার ১৫০ জন শিশু-কিশোরদের মাঝে ১টি করে লেবুগাছ চারা ও ১টি পিয়ারা গাছের চারা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *