ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে “অতীতকে জানবো, আগামীকে গড়বো” এ শ্লোগানকে সামনে রেখে আন্তজার্তিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। কর্মসূচীতে জেলা প্রশাসন, শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। পরে শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু ইউসুফ মোঃ রেজাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, উপানুষ্ঠানিক শিক্ষা বুরে্য’র সহকারী পরিচালক শেখ মোঃ সুরুজ্জামান।