সবুজ আহম্মেদ, পীরগঞ্জ ঠাকুরগাঁও:: আমরা পীরগঞ্জবাসী(ঢাকায় থাকি)সংগঠনটি ২য় বারের মত ধর্মিয় ভাবগাম্ভীর্য ও দোয়া মাহফিলের মাধ্যমে ইফতার মাহফিল ২০১৭ আয়োজন করে । উক্ত ইফতার দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে শত শত পেশাজীবী ও ছাত্ররা পরিবার সহ সম্মিলিত ভাবে এ সফল আয়োজন সম্পন্ন করেন। মো: নোমান কবির এর সার্বিক সঞ্চালনে এই ইফতার মাহফিল পরিণত হয় এক আঞ্চলিক বিশাল মিলন মেলায়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক জনাব মো ইয়াসিন আলী এম.পি ,ও সংরক্ষিত মহিলা আসন -১ এর সংসদ সদস্য মিসেস সেলিনা জাহান লিটা এম.পি। উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সময় এর সাব ইডিটর জনাব কামরুল হুদা,পররাষ্ট্র মন্ত্রানালয়ের ডেপুটি হাইকমিশনার জনাব মো:লুৎফর রহমান,ঢাকা বিশ্ববিদ্যালয় এর উদ্ভিদবিদ্যা বিভাগের আধ্যাপক জনাব ফিরোজ, এডভোকেট মোজাম্মেল হক,তিতাস গ্যাস কর্মকর্তা করিমুল ইসলাম,ঢাকা মিরপুর ৯২ নং ওয়ার্ডের আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক জনাব রবিউল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের সুনাম ধন্য বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন রাজনৈতিক দলের মেধাবী ছাত্র নেতা সানোয়ার হোসেন রুবেল,তানভির রহমান মিঠু,সানি আলম,মাহিনুর আলম রনি,সাইফুল্লাহ সাইফ,মনিরুজ্জামান মনি,সাইমুন সাইফ নোভা,পিয়াস পার্থ,সাকিব আহাম্মেদ সোহান,তাজরিন,অস্টিন,ইফতেখার চৌধুরী শুভ (শোভন),জামি সেলিম,সাজু,প্যারিস,অপু,সান্ত,সোহান প্রমুখ। শুভেচ্ছা স্মারক ক্রেস্ট দেয়া হয় ঠাকুরগাঁও -৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক জনাব মো ইয়াসিন আলী এম.পি ,ও সংরক্ষিত মহিলা আসন -১ এর সংসদ সদস্য মিসেস সেলিনা জাহান লিটা এম.পি কে এবং সেবা উৎকর্ষতার জন্য সম্মাননা স্মারক দেয়া হয় র্যাপিড একশন ব্যাটেলিয়ন -২ ক্রাইম প্রিভেনশন কোম্পানি -৩, উপ-সহকারী পরিচালক মো: ইকরামুল হক চৌধুরী ও আমেরিকার নিউওরলিয়ানস সিটির টিউলেন ইউনিভার্সিটিতে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এ পিএচডি জন্য শিক্ষা বৃত্তি পাওয়ায় প্রতিভা উৎকর্ষতার জন্য সম্মাননা স্মারক দেয়া হয় কৃষ্টি হুদাকে।এবং উক্ত ইফতারের দোয়া মাহফিলে পীরগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তি বর্গ যারা পীরগঞ্জের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম জনাব ইমদাদুল হক,,জনাব হাফিজ উদ্দিন আহাম্মেদ, জনাব ইকরামুল হক,জনাব কমরেড মনসুর আলম,জনাব জাহিদুর রহমান,জনাব কসিরুল আলম,জনাব জিয়াউল হক জিয়া প্রমুখের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য বিশেষ মোনাজাত করা হয়।এছাড়াও বিভিন্ন ব্যাক্তি বর্গ যারা বিভিন্ন সময় মৃত্যু বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং পীরগঞ্জের সকলের সুসাস্থতার জন্যও দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *