মারুফ সরকার,ঢাকা :
বর্তমান সময়ের জনপ্রিয় স্বনামধন্য মিউজিক্যাল প্রতিষ্ঠান নৈনামিক মিউজিক স্টুডিও।আমর নাহীলের নেতৃত্বে প্রতিষ্ঠানটির মিউজিক ইভেন্ট শীর্ঘই আয়োজিত হতে যাচ্ছে।
নৈনামিকের কোর্ডিনেশন কর্মকর্তা সামিয়া ইসলাম জানান, বিগত দিনগুলোর গতানুগতিক মিউজিক ইভেন্টের চেয়ে এই ইভেন্ট মিউজিক ভালোবাসা শ্রোতাদের ভিন্নমাত্রার শ্রুতিমধুরতা দেবে।
ঢাকার দুই সিটি কর্পোরেশনের সম্মানিত জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে ইভেন্টটি খুব শীর্ঘই আয়োজিত হতে যাচ্ছে বলে প্রতিষ্ঠানটির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মিউজিক ইভেন্টকে সামনে রেখে নৈনামিকে সৃষ্টি হয়েছে কর্মক্ষেত্রের সুযোগ। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সেই লক্ষ্যে প্রজেক্ট ম্যানেজার,লিয়াজন অফিসার,লিগার অফিসারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।যার মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার বেকারদের কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আমর নাহীল।