✍️বিন্দাস ভার্গব
আমি কে ?
বারবার প্রশ্ন করেও খুঁজে পাইনি নিজেকে |
ভগবানকে প্রশ্ন করি জন্ম কেন আমার ?
সে বলে তুমি যে ঈশ্বর পরমাত্মার ,
ঈশ্বর আছে বলে আমরা আছি
তার ইচ্ছাতেই যে আমরা বাঁচি |
বাঁচার কথা উঠলে পরে চলে আসে কর্ম ۔۔
কর্ম যজ্ঞে সামিল হতে মানতে হবে ধর্ম |
ধর্মের নামে করছে সবাই ছিনিমিনি খেলা
ধর্মের নামে লড়িয়ে দেওয়া বিভাজনের ঠেলা |
কে যে হিন্দু কে যে মুসলিম ۔۔
কেউতো জানে না ,
রক্ত যখন থমকে দাঁড়ায় মানুষ বাঁচে না |
মনের কথা জানতে গিয়ে চার তে যুগ পার
কোথায় কর্ম কোথায় ধর্ম
সবকিছু নিরাকার ۔۔|
হিংসা দ্বেষ ভুলে গিয়ে এক হও ভাই ,
সর্বশেষে ধর্ম আমার আমি মানুষ হতে চাই ||