সরকার বেলায়েত পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি :
আর কত লাশ হলে প্রশাসনের টনক নড়বে ! এ কথা উপজেলার লাখো মানুষের । কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টর বা ট্রলির চাপায় প্রতি মাসেই উপজেলার কোন না কোন স্থানে দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, আর এ দুর্ঘটনা ঘটলে লাশের মূল্য নির্ধারণ করা হয় ৬০\৭০হাজার টাকা ।এ যাবত এই দুর্ঘটনার মামলা হওয়ার রেকর্ড খুব কম । বেপরোয়া এই গাড়ির চালক শতকরা একশো ভাগ প্রশিক্ষিত নয় এবং বেশির ভাগই ড্রাইভার শিশু ।ইদানিং ইটভাটায় মাটি পরিবহন কাজে গাড়িগুলো ব্যবহ্রত আনাড়ি চালক দ্বারা পরিচালিত হয়ে আসছে ফলে দুর্ঘটনার হার ক্রমেই বৃদ্ধি পেয়েছে ।আজ ৩ মে বুধবার মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর আনিসুর রহমান আনিসের ইটভাটায় মাটি পরিবহন ট্রলিতে কাশিমপুর মাদ্রাসার ৮ ম শ্রেণীর শিক্ষার্থী উক্ত গ্রামের বাঘের বাজারের পশ্চিম পার্শে একই গ্রামের জহুরুল হকের পুত্র রিপন মিয়া (১৫) কে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে চাপা দেয় ।মুমূর্ষু অবস্থায় স্হানীয়রা গুরুত্বর আহত রিপনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ডাক্তার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়ায় রিপনের স্বজনরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান । রিপনের অবস্থা আশঙ্কাজনক বলে স্হানীয়রা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *