এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ আগামী ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট চত্বরে ৩নং আংগারপাড়া ইউনিয়ন বিট পুলিশিং এর আয়োজনে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ওসি কামাল হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মো. আবদুল ওয়ারেস, বিট ইনচার্জ হারুন-অর-রশিদ ও সুধীসমাজ।
বৈঠকে ভোটাররা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন এবং সেটির আলোকে পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করে।