ছাতক প্রতিনিধিঃ
ইউরোপের স্বপ্ন ভেস্তে গেলো ছাতকের ২ যুবকের। তাদের বাড়ীতে এখন কান্নার রোল পড়েছে। পাড়া-প্রতিবেশীরাও চোখের পানি ফেলছেন। বসনিয়া থেকে ইতালি যাওয়ার পথে ক্রোয়েশিয়ার একটি এলাকায় অতিরিক্ত ঠান্ডায় মঙ্গলবার মৃত্যুবরণ করেছেন রাজু আহমদ (২২) ও রিহান আহমদ (২৪)। ছাতকের এ দু’টি পরিবারেই ইউরোপের স্বপ্ন এখন কান্নায় পরিণত হয়েছে। রাজু আহমদ উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতেরপাড়া গ্রামের হাজী মাসুক মিয়ার পুত্র ও আরশ আলী খান ভাসানীর ভ্রাতুষ্পুত্র। রিহান আহমদ জাউয়াবাজার ইউনিয়নের পাইগাও গ্রামের গয়াছ মিয়ার পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন